বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মহামৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। এক শোক বার্তায় দলটির মহাসচিব এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, লতা মঙ্গেশকরের মৃত্যুর মাধ্যমে ভারতীয় উপমহাদেশীয় সঙ্গীতের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, লতা মঙ্গেশকরের গান শুনে আমরা বড় হয়েছি। তাঁর হাজার হাজার গান প্রতিটি বাঙালির হৃদয়ে গ্রথিত হয়ে রয়েছে যা জিইয়ে থাকবে যুগ যুগ ধরে।
উল্লেখ্য লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের মধ্য প্রদেশে জন্ম গ্রহণ করেন। তিনি ১০ সহস্রাধিক গান গেয়েছেন এবং প্রায় ৩৬টি আঞ্চলিক ও বিদেশি ভাষায় কন্ঠ দিয়েছেন। ৯২ বছর বয়সে এই সঙ্গীত সম্রাজ্ঞী আজ ভারতের মহারাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোষলে ও উষা উথুপ তাঁর আপন বোন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।