সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
আহমেদ জসীম খান( লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ২০২২ সফল করার লক্ষ্যে উপকমিটি প্রকাশ করেছে জেলা আওয়ামীলীগ। গত ১৪ই নভেম্বর এই তালিকা প্রকাশ করা হয়। মোট ৬ট উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বর্তমান সহ সাবেক এমপি ও সাবেক ছাত্রনেতাদের স্থান করে দেওয়া হয়েছে। অর্থজ উপ কমিটিঃ- ড. আনোয়ার খান এমপি-কে আহবায়ক ও জনাব মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়াকে সদস্য সচিব এবং সাবেক এমপি আবদুললাহ আল মামুন সাহেবকে সদস্যসেহ আরো ৬জনকে সদস্য করা হয়েছে। অভ্যর্থনা উপ কমিটিঃ- সফিকুল ইসলামকে আহবায়ক ও এড. নুরুল হুদা পাটোয়ারীকে সদস্য সচিব এবং ফরিদা ইয়াসমিন লিকা-সহ আরো ৬জনকে সদস্য করে তালিকা ঘোষনা করা হয়েছে। আপ্যায়ন উপ কমিটিঃ- জেলা পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহাজান মিয়াকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী-কে সদস্য সচিব এবং কামরুল হোসেন ইকবালকে সদস্য-সহ আরো ৬কে নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক ও শৃংখলা উপ কমিটিঃ- আহছানুল কবির রিপন আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যন এ কে এম সালাউদ্দিন টিপু সদস্য সচিব এবং বেলায়েত হোসেন বেলাল-কে সদস্য-সহ আরো ৬জনকে সদস্য করা হয়েছে। মঞ্চও সাজ সজ্জা উপ কমিটিঃ- আবদুল মতলব আহবায়ক ও রাসেল মাহমুদ ভূইয়া মান্না সদস্য সচিব এবং শ্যমল কান্তি চক্রবর্তীকে সদস্য-সহ আরো ৬জনকে সদস্য করা হয়েছে। প্রচার উপ কমিটিঃ- শামছুল ওমর শামীম আহবায়ক ও মহিউদ্দিন বকুল সদস্য সচিব এবং বীরমুক্তযোদ্ধা সালাউদ্দিন ভুইয়াকে সদস্য সহ আরো ৬জনকে সদস্য করা হয়েছে। এই ৬টি উপ কমিটি গঠন করে জেলা কমিটি তালিকাটি প্রকাশ করেছে। আগামী ২১শে নভেম্বর জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ- জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ। উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেনঃ- জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি, সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ- জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ। প্রধান বক্তাঃ- জননেতা জনাব মাহাবুুবুল আলম হানিফ, এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ। সম্মেলনটি উনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম সকাল ১০ ঘটিকায় সম্মেলনটি উনুষ্ঠিত হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।