সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট, দৈনিক পরিবর্তনঃ
লক্ষ্মীপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ সফল করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর লক্ষ্মীপুর সদর উপজেলার নিজস্ব সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক হাজী রেজাউল হক মাঝির সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি), সাধারন সম্পাদক, জেলা আওয়ামী লীগ, লক্ষ্মীপুর জেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম নাসির উদ্দিন মানিক, সহ সভাপতি , বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ, ও আহবায়ক চট্রগ্রাম বিভাগীয় সংগঠন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এম এ গাফফার কুতুবী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ, চট্রগ্রাম বিভাগীয় সংগঠক, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ, সহ-সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সংগঠক।
সভায় ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের ৫টি উপজেলা ও ৪টি পৌরসভাসহ বিভিন্ন স্থান থেকে আগত শত শত নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
আহ্বায়ক হাজী রেজাউল হক মাঝি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে মৎস্যজীবী লীগ সব সময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে মৎস্যজীবী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ ও মানুষের উন্নয়নে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এড. নয়ন এমপি বলেন, শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে মৎসজীবী লীগের বিকল্প নেয়, ভবিষ্যতে তিনি লক্ষ্মীপুর মৎসজীবী লীগের গতিকে আরো বেশি গতিশীল করতে সর্বক্ষেত্রে সার্বিক সুযোগ -সুবিধা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি লক্ষ্মীপুর জেলাতে খুব দ্রুতই বাংলাদেশ মৎসজীবী লীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেন।
বক্তারা তাদের বক্তব্যে মৎসজীবী লীগের কর্মকাণ্ড এবং নানাবিধ বিষয় তূলে ধরে, স্বল্প পরিসরে বক্তব্য দেন।
অনুষ্ঠানটির সার্বিক সসঞ্চালনায় ছিলেন, মোঃ আলমগীর হোসেন, সদস্য সচীব,লক্ষ্মীপুর বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।