মনিরুজ্জামান মনিরঃ নরসিংদী প্রতিনিধি
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের প্রথমদিন থেকেই মাঠে রয়েছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন।
লকডাউনজনিত কারণে সাম্প্রতিক সময়ে বেকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি। এছাড়াও ৩৩৩কল করলে খাদ্য সহায়তা পাচ্ছেন সুবিধা ভোগীরা।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার (৫জুলাই) উপজেলার পাড়াতলী ইউনিয়নের গুচ্ছ গ্রামে প্রায় অর্ধশতাধিক পারিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু ও তেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আমরা দূরের ইউনিয়ন গুলোতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি এবং ৩৩৩কল করলেও পেয়ে যাচ্ছে খাদ্য সহায়তা।
তিনি আরো বলেন, এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের নিজেদের রক্ষা করতে হলে সচেতনতার বিকল্প নেই। তাই আসুন জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে না যায় এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলি।
খাদ্য সহায়তা বিতরণী কার্যক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com