মৌসুমী আক্তার, রৌমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ব্রক্ষপুত্র নদের পানি তৃতীয় দফায় বৃদ্ধি এরই মাঝে বন্যার পানিতে ভেসে আসা ১৬ কেজি ওজনের এক অজগর সাপ ধরা হয়েছে সায়দাবাদ মোঃ রবিউল ইসলাম(৩০) পিতা ফজলুল হক বাড়ি থেকে।
এ বিষয়ে বাড়ির মালিক রবিউল ইসলাম বলেন,আমার বাড়িতে বেশ কিছুদিন ধরেই পানি আমরা বাড়ির সবাই একটা উঁচু স্থানে অবস্থান করতেছি আমাদের যখন প্রয়োজন হয় বাড়িতে এসে জিনিসপত্র নিয়ে যাই। প্রতিদিনের মতোই আজ আমার স্ত্রী আমার বাড়িতে আসার পর ঘরের দরজা খুলে দেখেন ঘরের ভিতরে এক অজগর সাপ । পরে আমরা কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে আসার পরে সাপটিকে দেখে আমরা ভয় পেয়ে যাই তারপরে আমরা রাজিবপুর সদর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য একসময়ের সাপের খামার করতেন তাই আমরা তাকে ফোন দেই পরে তিনি এসে সাপটিকে ধরেন
এ বিষয়ে রাজিবপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ খানেঁর সাথে কথা বলে জানা যায় সাপটি এখনো বাচ্চা সাপ তাই এখনো কোনো ক্ষতি করার মত তার বয়স হয়নি, তার কাছে জানতে চাওয়া হয় সাপটি তিনি কি করবেন তিনি বলেন যদিও আমি আগে খামার করতাম এখন করি না তারপরও আমি সাপটিকে আমার কাছে রেখে দিব,
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com