মৌসুমী আক্তার রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশ বমাম পাবলিক বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ম্যাচটি শৌলমারী এম আর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।ঐতিহ্যবাহী এই খেলাটি প্রতি বছর এম আর মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে।জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশের পক্ষে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শৌলমারী ইউনিয়নের ছাত্ররা অংশগ্রহণ করেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশের পক্ষে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শৌলমারী ইউনিয়নের ছাত্ররা অংশ গ্রহণ করেন।বৃষ্টি বিঘ্নিত ঐতিহ্যবাহী ম্যাচটিতে মাঠের কানায় কানায় দর্শক উপভোগ করেন।নব্বই মিনিটের ম্যাচটি বিকাল পাঁচ ঘটিকায় শুরু হলে পয়ত্রিশ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয় একাদশের পক্ষে একমাত্র জয় সূচক গোলটি করেন ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ নাসির আহমেদ নিলয়।ম্যাচটি পরিচালনা করেন বিজ্ঞ রেফারি মাসুদ রানা পিটু।
উপস্থিত দর্শকরা জানান বিশ্ববিদ্যালয় পড়িয়া ছেলেদের এমন খেলাধুলার কারনে এলাকার জুনিয়র ছাত্ররা পড়াশোনার দিকে আর মনযোগী হবেন।
জাতীয় বিশ্ব বিদ্যালয় একাদশ ঃ ইজাজ মাহমুদ(এম এ মালি-বিঃরাষ্ট্র-বর্ষ ৪র্থ),অমিদ হাসান(টঙ্গী সরকারি কলেজ-বিঃঅর্থনীতি-বর্ষ ৩য়),নাসির উদ্দীন(টঙ্গী সরকারি কলেজ-বিঃব্যবস্থাপনা-৩য়),নাহিদ(কুড়িগ্রাম সরকারি কলেজ-হিসাববিজ্ঞান-৪র্থ)নাইমুর(এম এ মালি-রাষ্ট্র-৪র্থ),জয়নাল(এম এ মালি-রাষ্ট্র-১ম),নাহিদ হাসান(ভাওয়াল বদরে আলম-ব্যবস্থা-২য়),একরামুল( রৌমারী সরকারি কলেজ),মিজান(রৌমারী সরকারি),কাজীউল(র,স,ক),মোকছেদুল(এম এ মালি),ফারুক(সাদাত কলেজ),ইয়াছির আরাফাত(ভাওয়াল বদরে আলম)।
একাদশটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজমুল ইসলাম বাবু।
একাদশটি পরিচালনার দায়িত্বে ছিলেন ইস্তিয়াক আহমেদ(ভাওয়াল বদরে আলম-সমাজকর্ম-৪র্থ),উমর ফারুক পলিন(ভাওয়াল বদরে আলম-ইংরেজী-৪র্থ)আ.আ. মামুন(টঙ্গী সরকারি কলেজ-বাংলা-৪র্থ),রেজাউল করিম(সরকারি সাদাত কলেজ-রাষ্ট্র-৩য়) ও আলতাফ মাহমুদ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com