মৌসুমী,আক্তার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে চেংটাপাড়া সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রুবেল নেতৃত্বে চেংটা পাড়া গ্রামের রাস্তা সংস্করণ করা হয়েছে । ৭ দিন ধরে উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের চেংটাপাড়া ব্রীজ থেকে তেকানিগ্রাম পাকার মাথা ও চেংটা পাড়া ব্রীজ হতে কবরস্থান রােড পর্যন্ত রাস্তা সংস্কার কাজ করা হয়।
চেংটাপাড়া সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রুবেলের বলেন , দীর্ঘদিন থেকে চেংটা পাড়া গ্রামের রাস্তা সংস্কারের আন্দোলন করে আসছিলাম আমরা । কিন্তু শত আন্দোলনেও টনক নড়েনি সংশ্লিষ্টদের । তাই বাধ্য হয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকার রাস্তা সংস্কার করার চেষ্টা করি । ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমি ও আমার সংগঠন মানুষের কল্যাণে যে কোনাে কাজে পাশে থাকার চেষ্টা করবাে ।
ওই গ্রামবাসীদের ভ্যানচালক ও মুদি দোকানদার হারুন মিয়া বলেন , রাস্তার অবস্থা একবারে খারাপ হওয়ায় আমাদের গাড়ি নিয়ে চলাচল করতে অনেক সমস্যা হতাে । এ রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহালাবস্থায় পড়ে আছে । আর রুবেল ভাইয়ের উদ্যোগে রাস্তা সংস্কার করে দেয় । তাই আমরা খুব আনন্দিত ।
এ কাজের সার্বিক সহযােগিতা করেছেন চেংটাপাড়া সমাজকল্যাণ সংগঠনের অমিত হাসান , রায়হান মিয়া , ছামিউল ইসলাম , রাশেদুল ইসলাম , জসিম উদ্দিন , শান্ত , শুভ , নাজমুল , মারজান আহমেদ , নাসির আহমেদ নিলয় , হাকিম মিয়া , রেজাউল, মােকলেছুর রহমান , নাসির উদ্দিন সহ আরও অনেকে ।
এ ব্যাপারে শোলমারী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ময়নাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বলেন আমরা কিছুদিন পরপর রাস্তাটা সংস্কার করি কিন্তু রাস্তাটা ঠিক থাকে না, কারণ জানতে চাইলে তিনি বলেন চরবোয়ালমারী ব্রিজ হওয়ার কারণে সেখানে ভারী যানবাহন চলাচল করে।
তিনি ধন্যবাদ দেন চেংটাপাড়া সমাজকল্যাণ সংগঠনের সকল সদস্যকে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com