মো সিরাজুল ইসলাম,রুপগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার খেয়াঘাট সংলগ্ন রুপগঞ্জ যাত্রীছাউনীর পিলারের নিচের মাটি গত কয়েক মাস যাবত বর্ষার কারনে শীতলক্ষ্যা নদীতে বিলীন হয় গেছে। যে কোন সময় ভেঙ্গে পরে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। কারন পাশে খেয়াঘাট। সেখানে প্রতিদিন অনেক মানুষ বিশেষ করে মুড়াপাড়া বাজারে সপ্তাহিক মঙ্গলবার হাট বসার কারনে হাজার হাজার মানুষ পাড়াপাড় হয়ে থাকে।
এলাকার জনপ্রতিনিধি বা প্রশাসনের এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহনের কার্যক্রম দেখা যায় নি। রুপগঞ্জে উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিগনের কাছে এলাকাবাসীর দাবী যত দ্রুত সম্ভব যে কোন ব্যবস্থা গ্রহন করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com