মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার উপজেলার মঠের ঘাট এলাকা থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে। নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে রূপসী-কাঞ্চন বাইপাস সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপন করে। পর তারা হাসপাতালের চারপাশের মশা নিধন করার জন্য ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করে। পরে রক্ত দানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করে।
আনন্দ শোভাযাত্রা পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সম্নন্নয়ক শিপলু ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব রহমান, মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান, ইলিয়াছ ভুইয়া, ইয়ার হোসেন,আলী হোাইন, হাফিজুর রহমান, সোহেল রানা, লিটন সরকার, বাবুল মিয়া, স্বপন মিয়া নাঈম মিয়া , রায়হানসহ আরো অনেকে।
তাং ২০/০৮/২০২৫ ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com