মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাওঘাট সিএনজি স্টেশনে গতকাল শুক্রবার তিনটায় বাইতুল করিম জামে মসজিদ উদ্বোধন করা হয়। এখানে একসাথে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বাদ আছর মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব সোলাইমান নদভী।
উদ্বোধন করেন সাওঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মনছুর, মুফতি সোলায়মান নদভী। উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি সিদ্দিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নুরুজ্জামান রাজা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গুলজার হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মোস্তফা ভূঁইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া, ছাত্রদল নেতা রাকিব হাসান প্রমুখ।
সিএনজি চালকরা জানান, আমাদের সিএনজি স্টেশনে নামাজ পড়ার কোন স্থান ছিল না। প্রায় এক কিলোমিটার দূরে মসজিদ থাকায় অনেকের ইচ্ছা থাকা সত্বেও নামাজ আদায় করতে পারতো না। এজন্য আমরা এখানে মসজিদ করার উদ্যোগ নিয়েছি। সিএনজির ড্রাইভার ও পথচারীদের দানে কাজ শুরু করেছি। তাছাড়া স্থানীয় বিএনপি নেতারা এখানে বেশ কিছু টাকা অনুদান দিয়েছে। গত ৯ মাস যাবত মসজিদে কাজ শুরু করে আজ মসজিদ নামাজ পড়ার জন্য তৈরি হয়েছে। এখন থেকে এ মসজিদে আমরা সকলে সময় মবত নামাজ আদায় করতে পারবো ইনশাল্লাহ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com