বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২০ এপ্রিল দৈনিক সংবাদ নামক একটি ফেসবুক আইডি থেকে ২ মিনিট ২৩ সেকেন্ড এ ত্রাণ বিতরণের ভিডিওটি পোস্ট করা হয়। এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরকে নিয়ে পুরো উপজেলা জুড়ে আলোচনায় এসেছেন। ভিডিওতে দেখা যায়, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন।
গত ৫ আগস্টের পর থেকে তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির অপকর্মে লিপ্ত হয়। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের সকল ব্যবসা বাণিজ্য দেখবাল করছেন। এ যুবদল নেতার ছত্র ছায়ায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ আফজাল কবির স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে আশ্রয় দিচ্ছেন। তার বিরুদ্ধে এরকম বহু অভিযোগ থাকলেও ভয়ে তাকে নিয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।