মোঃ সিরাজুল ইসলাম,
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর পূর্বপাড়া এলাকার চাকরিজীবি মুক্তি আক্তার ও তার ভাই কলেজ শিক্ষার্থী সোহাগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১৫ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তি আক্তার। এসময় উপস্থিত ছিলেন মুক্তি আক্তারের ভাই সোহাগ মিয়া, তার মা দিলরুবি বেগম, খালা শাহিনুর বেগম, নার্গিস বেগম, সোহাগের বন্ধু সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী নাবিল, দিদার, আবির প্রমুখ।
সংবাদ সম্মেলনে মুক্তি আক্তার বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় জাঙ্গীর পুর্বপাড়া গ্রামের সজিব ও তার সহযোগিরা আমাদের ভাই-বোনের নামে অশ্লীল ভাষায় কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সজিব একাধিক মামলার আসামী । র্যাবের হাতে গ্রেফতার হয়ে আদালত থেকে গত ১৪ অক্টোবর জামিনে বেরিয়ে এসে আমাদেরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে গত চার মাস ধরে আমরা বাড়িতে যেতে পারছিনা। জাঙ্গীর গ্রামের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য সংবাদ সম্মেলনে তারা দাবি জানায়। ####
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com