মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকার ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে গতকাল ২১ মার্চ শুক্রবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতিতে বাঁধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তার পরিবারের চার সদস্যকে কুপিয়ে আহত করা হয়।
ব্যবসায়ী কবির হোসেন জানান, শুক্রবার ভোরে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত পিস্তল, দা, রামদা, সাবল, লোহার রড, অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। কবির হোসেনের চার ভাইয়ের বাসার দরজাও বাইরে থেকে ছিটকিনি দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ঘরে থাকা আলমারীর চাবি না দেওয়ায় ডাকাতরা ব্যবসায়ী কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও বড় ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে জখম করে।
এসময় আলমারী ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ টাকাসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতদল। পরে কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাতদের প্রতিরোধের ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ৯৯৯এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com