মোঃ সিরাজুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ১ লক্ষ ১৮ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হাবিব নারায়নগঞ্জ -০১ আসনের এমপি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সমর্থিত প্রার্থী ছিলেন। মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ৮টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এক লক্ষ ১৮ হাজার ভোট পেয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৩৪ ভোট। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার মোট ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিজ সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ায় ‘নারায়নগঞ্জ -০১ আসনের এমপি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, আমার সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর বিজয় রূপগঞ্জের জনগণের বিজয়। রূপগঞ্জের মানুষ একজন অদক্ষ চেয়ারম্যানের কাছ থেকে মুক্তি পেয়েছে আজ। চেয়ারম্যানের সেবা পেতে জনগণের আর হয়রানি হতে হবে না। এখন থেকে প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com