রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃমো সিরাজুল ইসলাম
রূপগঞ্জে গতকাল রাত সাড়ে ৯টায় আগুনে দগ্ধ হয়ে বাবা-মাসহ দুই ছেলে মারা যায়। এরা হলেন মাসুম মিয়া (৩২) ও তার স্ত্রী সিমা আক্তার, তাদের প্রতিবন্ধি দুই ছেলে রাসেল মিয়া (১২) ও রহমতউল্লাহ (৯)। উপজেলার পূর্বাচল ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনের ওপর পড়ে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বাচল ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, ‘ডেসকের অতিমাত্রার ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পরে। সঙ্গে সঙ্গে স্পার্ক করে পল্লী বিদ্যুতের তার মাসুম মিয়ার ঘরের টিনের ওপর পরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে অগ্নিকান্ড ঘটে। মাসুমের বাড়ি পূর্বাচল ফায়ার সার্ভিস ষ্টেশনের কাছে হওয়ার কারণে মুত‚র্তের মধ্যেই দমকর বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।’
সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।###
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com