শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তানযীমুল মাদারিসিল ক্বওমিয়্যাহ- রূপগঞ্জ আঞ্চলিক শিক্ষা বোর্ডের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। ২২ মার্চ শনিবার উপজেলার ভুলতা ইউনিয়নের মুহাব্বতপুর (মাঝিপাড়া) ইসলামিয়া আরাবিয়া মাদরাসায় এ ফলাফল প্রকাশ করা হয়। তানযীমুল মাদারিসিল ক্বওমিয়্যাহ- রূপগঞ্জ আঞ্চলিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানযীমুল মাদারিসিল ক্বওমিয়্যাহ- রূপগঞ্জ আঞ্চলিক শিক্ষা বোর্ডের আহলে শুরা মাওলানা বেলাল হুসাইন মাদানী, মুফতী আবু বকর সিদ্দীক, মুফতী আব্দুল কাইয়ুম মাদানী, মাওলানা ইউসুফ ফরীদী, পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা মীযানুর রহমান খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা লোকমান আহমাদসহ উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিমগণ।
২০২৫ সালের দশম কেন্দ্রীয় পরীক্ষায় ৬৪ টি মাদরাসায় ৯শত ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪৭টি পুরুষ মাদরাসা ও ১৭ টি মহিলা মাদরাসা। পরিক্ষায় জিপিএ ৫ (মুমতাজ) পেয়েছে ২৮৯ জন। এ (জায়্যিদ জিদ্দান) পেয়েছে ৭৮ জন, , এ- (জায়্যিদ) পেয়েছে ২৮৯ জন। বি (মকবুল) পেয়েছে ৬৬ জন। তানযীমুল মাদারিসিল ক্বওমিয়্যাহ- রূপগঞ্জ আঞ্চলিক শিক্ষা বোর্ডের পরীক্ষার পাশের হার ৯২.৯৩।
২০২৫ সালের দশম কেন্দ্রীয় পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ ৫ (মুমতাজ) ১৩ জন পেয়েছে মুহাব্বতপুর (মাঝিপাড়া) ইসলামিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষার্থীরা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।