মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ১০আগস্ট রবিবার নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবির রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মিলনায়তনে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মুমিনুল হক সরকার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রী কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্রশিবিরের কেন্দ্রী কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান, জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com