মোঃ সিরাজুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ৪ আগষ্ট বুধবার দুপুর ১২টায় কারখানার কেমিক্যালের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মিলের কাঁচামাল, কেমিক্যাল ও উৎপাদিত পণ্যসহ বিপুল পরিমাণ মালামাল ভস্মীভ‚ত হয়। লকডাউনের কারণে কারখানা বন্ধ থাকায় এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানায় কর্মরত কর্মচারীদের বাইরে বের করে দেওয়া হয়। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্থ টিনশেট গোডাউন থেকে দীর্ঘসময় ধোঁয়া বের হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঢাকা, আদমজী, ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার, সোনারগাঁ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১শ’৬০ জন কর্মী চেষ্টা চালিয়ে দুপুর ২ টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com