মোঃ সিরাজুল ইসলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জপ্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা নদীর তিন কিলোমিটার দৈর্ঘ্যরে উকিল বাড়ি খালের দুই কিলোমিটার জুড়ে নির্মাণ করা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল ২সেপ্টেম্বর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তারিকুল আলম। এ সময় কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম খান, রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক ফরহাদুল ইসলাম, বিপুল সংখ্যক আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাঞ্চন পৌরসভা প্রশাসক মোঃ তারিকুল আলম বলেন, শীতলক্ষ্যা নদী থেকে ব্রহ্মপুত্র নদীর সংযোগকারী উকিল বাড়ি খাল স্থানীয় প্রভাবশালী ও আবাসন প্রকল্প খালের স্থানে স্থানে বালি ভরাট করে দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করে দখলে নেয়। তাতে অর্ধশতাধিক গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র এ খাল ভরাট করায় বিপুল সংখ্যক মানুষ পানি বন্দি হয়ে পড়ে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান। দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com