মনিরুজ্জামান মনির, নরসিংদী প্রতিনিধিঃ
নিজ ঘরে অবস্থান করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে- বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় নরসিংদীর রায়পুরায় লকডাউন বাস্তবায়নে (১ জুলাই) বৃহস্পতিবার সকালে সরকারি নির্দেশনায় জনসমাগম বন্ধ ও মাক্স পরিধান নিশ্চিত করতে মাঠে তৎপর উপজোলা প্রশাসন। সকালে উপজেলার হাঁটুভাঙা, রায়পুরা ও মরজাল বাজার সহ বিভিন্ন হাটবাজারে মনিটরিং করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন, সেনাবাহিনী মেজর মোঃ সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার বলেন- দেশে হঠাৎ করে করোনা বৃদ্ধি পাওয়ায় সরকার সকলের সুবিধার্থে এবার কঠোর বিধিনিষেধ অরোপ করেছেন। এখন পর্যন্ত আমরা রায়পুরায় যতটুকু দেখেছি সন্তোষজনক। এভাবে আপনারা সকলে সহযোগিতা করবেন বলে আশা করি। আর যাহারা এ বিধি নিষেধে না মানবে আমরা তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com