বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম সবুজ
কালিগঞ্জ উপজেলার রায়পুর টু নিজদেবপুর উজ্জীবনী হাইস্কুল ইট সোলিং গ্রামীণ রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তার দুই পাশ দিয়ে ঘের করায় রাস্তাটি পানি ধাক্কায় ভেঙে ভেঙে ঘেরের ভিতর চলে যাচ্ছে, রাস্তাটি ঘেরের ভেড়ি হিসাবে ব্যবহার করছে পাশে কোন আউট নালা নেই।
আজ সরজমিন যেয়ে দেখতে পায় ইটের রাস্তার উপর ভেড়ি দিয়ে ঘেরের পানি বন্ধ করে রেখেছে এই জন্য রাস্তাটির বেশি সমস্যা হচ্ছে।
মাঝে মাঝে ইট উঠে গিয়ে বড় বড় গর্তে খানা-খন্দে ভরপুর হয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক গ্রামের মানুষের।
এদিকে দিন দিন রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তবুও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেন দেখার কেউ নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে উপজেলার রায়পুর বাজার থেকে নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট হাইস্কুল পর্যন্ত মাটির প্রায় ৩ কিলোমিটার রাস্তা ১৯৯৩ সালে ইট সোলিং করা হয়। এদিকে কিছু রাস্তা পাকা করণও করা হয়েছে। বর্তমানে রায়পুর আনছার শেখ এর বাড়ি থেকে উজ্জীবনী হাইস্কুল এলাকা পর্যন্ত ইট সোলিং রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তার মাঝে মাঝে রাস্তাটির ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে খানা-খন্দে ভরপুর হয়ে গেছে। বর্তমানে রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এই রাস্তা দিয়ে কয়েক গ্রামের মানুষদের প্রতিনিয়তই চলাচল করতে হয়। চলাচলের জন্য এই রাস্তাটি একমাত্র পথ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে কয়েক গ্রামের মানুষের। দিন দিন রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বর্তমান সরকার যেখানে গ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করছেন সেখানে গ্রামীন এই রাস্তার বেহাল দশার দীর্ঘ সময় পার হলেও তা সংস্কার করার কোন খবর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
রায়পুর গ্রামের গ্রামপুলিশ আব্দুল গণি, নিতাই, দিন মোহাম্মদ, নিজদেবপুর গ্রামের মতিউর রহমান,জাহাঙ্গীর, আনার হোসেন, নিত্যানন্দপুর গ্রামের আব্দুল জব্বার,গফুর টুপদিয়া গ্রামের সাবেক প্রধান শিক্ষক তবিবুর রহমান,মাওলানা আজিজুল রহমানসহ আরো অনেকেই বলেন, আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি। যার কারণে দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই রাস্তাটি সংস্কার করার কোন উদ্দ্যোগ নেই। অবহেলিত এই রাস্তাটি দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে। বর্তমানে রাস্তার মাঝে মাঝে ইটগুলো উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনোও বেহাল দশায় পড়ে আছে। দ্রুত এই রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভ্যানচালক আরিফুল ইসলাম,ইজিবাইক চালক আজিজুল সহ কয়েকজন জানান, স্কুল মোড় থেকে রায়পুর এলাকা পর্যন্ত অনেক কষ্ট করে গাড়ি নিয়ে যেতে হয়। যাত্রী নিয়ে যাওয়া তো দুরের কথা। বর্তমানে রাস্তার যে বেহাল দশা দ্রুত সংস্কার করা না হলে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পরবে। দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।