আহমেদ জসীম খান(লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):
দীর্ঘ দিন পর লক্ষ্মীপুর জেলা শাখার রামগতি পৌরসভা ছাত্রলীগ কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। এর আগে রামগতি পৌরসভা ছাত্রলীগের আহবায়ক কমিটি ছিল প্রায় ১বছর ধরে সেই কমিটিতে আহবায়ক ছিলেন শেখ ফরিদ এবং ১ম যুগ্ম আহবায়ক ছিলেন আবুল খায়েরসহ কয়েক জন। গত ১ই ডিসেম্বর রাত ১০ টার এই কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছে। সভাপতি করা হয়েছে মোঃ আব্বাস হোসেনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ফয়সাল মাহমুদকে। কমিটি পাওয়ার পর রাত ১২ টার দিকে তাদের সমর্থরা মিছিল বের করে সবার মাঝে মিষ্টি তুলে আনন্দে মেতেছেন। এই কমিটি উপহার দিয়ে জেলা কমিটি প্রশংসিত হয়েছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com