ভাস্কর সরকার (রাবি):
অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে গাছতলাতে ক্লাস নেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন৷
এর আগে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন অধ্যাপক। চলতি সপ্তাহে তারা ক্লাস শুরু করবেন বলে নিজস্ব ফেসবুক টাইমলাইনে জানিয়েছিলেন। ক্লাস নিতে আগ্রহী শিক্ষকরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কণক। এছাড়া ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন নিয়মিত চেম্বারে এসে শিক্ষার্থীদের সাথে আলাপ করবেন বলে জানিয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণরোধে দীর্ঘদিন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সব কিছু চললেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার কোন ইতিবাচক সাড়া দিচ্ছে না। এমতাবস্থায় রাবি অধ্যাপকদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অনেক শিক্ষার্থী। ইতিমধ্যে তাদের দেওয়া স্টাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
এদিকে গত শুক্রবার রাতে নিজের ফেইসবুক স্টেটাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন লিখেছিলেন, 'আমি আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার আর মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে উপস্থিত থাকবো। ক্লাস রুম খুলে না দিলে গাছের তলায় শিক্ষার্থীদের মিট করবো এবং তারা পড়তে চাইলে পড়াবো।' সেই কথার প্রেক্ষিতে আজ রবীন্দ্র ভবনের সামনে মেহগনি গাছের বাগানে চেয়ার টেবিল আনিয়ে সবধরনের প্রতিবন্ধকতা ও সিস্টেম থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি৷
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com