এস চৌধুরী, কাপ্তাই,রাঙ্গামাটি।
কঠোর লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার (১ জুলাই) প্রথমদিন রাজস্থলী উপজেলা প্রশাসন সকাল থেকে মাঠে রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ও রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ মন্জুর হোসেনএর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, পরিচালনা করতে দেখা গেছে। তবে তা সত্বেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে।
কঠোর লকডাউনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, , থানা অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায়সমিতি সভাপতি সামসুল আলম, বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।
সকাল থেকে রাজস্থলী ইসলামপুর, বাঙালহালিয়াতে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলা রাখতে দেখা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শেখ ছাদেক বলেন সচেতন হওয়া এবং ঘরের বাহিরে না যাওয়ার জন্য মানুষকে বুঝানো হচ্ছে। আগামীকাল থেকে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com