বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাঘা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আবু সাঈদ চাঁদ দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে হযরত শাহ দৌলা (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। মাজার জিয়ারত শেষে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে শুরুতে একাধিক নেতার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাই এক কাতারে দাঁড়িয়েছেন। এই আসন থেকে মোট ৫ জন নেতা মনোনয়ন পত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত আবু সাঈদ চাঁদকে সমর্থন জানিয়ে বিএনপিতে ঐক্যের সুদৃঢ় প্রতিফলন ঘটিয়েছেন স্থানীয় নেতারা। দীর্ঘ প্রতীক্ষার পর ধানের শীষের প্রার্থী পাওয়ায় চারঘাট ও বাঘা উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আবু সাঈদ চাঁদের সাথে উপস্থিত,ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক,উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু,উপজেলা আলেম পরিষদের প্রতিনিধি আশরাফ আলী,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি স্বপন সাহা।
এছাড়াও বাঘা ও আড়ানী পৌরসভা এবং বাজুবাঘা, গড়গড়ি, মনিগ্রাম, পাকুড়িয়া, চকরাজাপুর, বাউসা ও আড়ানী ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, দলের এই অভ্যন্তরীণ ঐক্য ভোটের মাঠে ধানের শীষের অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।