সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দায়িত্বকাল শেষে আজ শনিবার কমিটির শেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের সার্বিক কার্যক্রমের পাশাপাশি গত দুই বছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠন করা হবে এবং একই দিনে বর্তমান কমিটির কাছ থেকে কমিশনের নিকট ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে। পরবর্তীতে কমিশনের অধীনে আগামী ১৬ সেপ্টেম্বর,২০২৫ তারিখে ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে।
সভায় ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।