রাজশাহী প্রতিনিধি নূরুন নবী : রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে এমপি সাফারি বাসের সাথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া ১০ টার দিকে তাহেরপুর থেকে এমপি সাফারি (রাজঃ মেট্রো ব ১১-০০৯২) নামক বাসটি পুঠিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর বাইকে থাকা দুইজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন পুঠিয়ার তেতুলিয়া এলাকার আক্কাস আলীর ছেলে মহব্বত আলী (২৫) এবং জেকের আলীর ছেলে আবু সাঈদ (২২)।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই দুই মারা যান। তবে মোটরসাইকেল আরোহীরাই দ্রুত গতিতে থাকার কারনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকার ভেতর ঢুকে যায়। এতে চাকায় পিষ্ট হয় ঘটনা স্থলেই তারা দুজনেই মারা যায়। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com