মোঃ হারুনুর রাশীদ, রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজার জেলাধীন রাজনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ৪২টি ঘর পেল ভূমি ও গৃহহীন পরিবার।
রবিবার (২০জুন) সকাল ৯টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজারের রাজনগরে আশ্রয়ণ প্রকল্পের-২ এর আওতাধীন ২য় পর্যায়ে ভূমি ও গৃহহীন এর জন্য নির্মিত ঘরের আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করা হয়।
এতে দ্বিতীয় পর্যায়ে সারাদেশে মোট ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়। রাজনগর উপজেলায় ৫০টি গৃহ হস্তান্তরের কথা থাকলেও ৪২ টির কাজ সম্পন্ন হয়েছে৷ বাকি ৮ টি ঘরের কাজ সম্পন্ন না হওয়ায় পরবর্তীতে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল-এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খাঁনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সহকারী কমিশনার(ভূমি) উর্মি রায়, রাজনগর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত,মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস সহ প্রমূখ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com