ডেস্ক রিপোর্টঃ
সম্প্রতি ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতা-কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদানের খবরটি অনেককে বিস্মিত করেছে (যদিও তারা যুবদলের নেতা-কর্মী পরিচয়ে যোগদান করেছে)। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন উক্ত ইউনিয়নের বর্তমান দায়িত্বে থাকা যুবদলের নেতা-কর্মীরা।
তারা বলেন, নব্য জামায়াতে যোগদান করা নেতা-কর্মীদের সাথে যুবদলের কোনো সম্পর্ক ছিলো না এবং বর্তমানেও নাই। তারা হাইব্রিড নেতা-কর্মী, সুযোগ সন্ধানী। তারা সবাই আওয়ামিলীগের তৎকালীন সক্রিয় নেতা-কর্মী ছিলেন।
যেখানে আওয়ামী লীগের নেতারা কথায় কথায় জামায়াতে ইসলামীকে রাজাকার, আলবদর, স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও পাকিস্তানের দালাল বলে গালমন্দ করেছেন, সেখানে তাঁরা সেই দলের নেতা-কর্মীদের এভাবে সাদরে বরণ করেন কীভাবে?
যদিও জামায়াতের দাবি,তাদের আদর্শেই বিশ্বাসী সবাই। এটিকে বর্ণচোরা রাজনীতি হিসেবে দেখছে সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীন রাজনীতিবিদ বলেন, জামায়াতে ইসলামী এক সম্ভাবনাময় রাজনৈতিক দল, তারা এরকম করলে প্রকৃত অর্থে জনগণের কাছে তাদের বার্তা এবং আদর্শের জায়গা প্রশ্নবিদ্ধ হতে পারে। বৈরি এবং অনুকূল যেকোনো সময়েই আদর্শের রাজনীতি করা উচিত।
পরিবর্তনের নিউজ পড়ুন GOOGLE NEWS - এ
বিশ্লেষণ দেখা যায়, কিছুদিন আগেও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়েছিলেন,অন্য দল থেকে কেউ এখন জামায়াত ইসলামীতে যোগদান করতে পারবে না। আর যারা যোগদান করেছে তাদের কার্যকারিতা স্থগিত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামিলীগ সরকারের সময় মোঃ আজমীর হোসেন, মোঃ শামীম হোসেন, মোঃ আছাদুল ইসলাম সহ অনেকেই ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে ছিলেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
নড়াগাতী থানা যুবদলের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা
বিষয়টি নিয়ে ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ রানা বলেন, তাদেরকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবেই জানতো এলাকাবাসী। ছিল পদ-পদবীও, হঠাৎ করেই গিরগিটির মতই রুপ বদলেছেন তারা। তিনি আরো বলেন, উক্ত নেতা-কর্মীদের সাথে যুবদলের কোনো সম্পর্ক নাই, এরা আওয়ামিলীগপন্থী, হতেপারে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করতেই তারা দলে যুক্ত হয়েছে। জামায়েত ইসলামী দলটির উচিৎ, তদন্ত সাপেক্ষে তাদের বহিষ্কার করা। পাশাপাশি যুবদলের পরিচয় দেওয়ায় তিনি তীব্র প্রতিবাদ,ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com