তরফদার মামুন
মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১১ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় এ প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেছার আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন।
এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই অক্সিজেন প্ল্যান্ট বড় একটা যোগান। প্রতি লিটার তরল অক্সিজেন থেকে ৮৬০ লিটার গ্যাসীয় অক্সিজেন উৎপন্ন হয়। এটি সম্পন্ন হওয়ায় হাসপাতালের ২৫০ শয্যার প্রতি শয্যায় অক্সিজেন লাইন থাকবে, প্রয়োজনে রোগীর চাপ বিবেচনায় অতিরিক্ত রাখা যাবে। এছাড়া অপারেশন থিয়েটারসহ যেখানে প্রয়োজন সেখানে লাইন রাখা যাবে। ফলে ভর্তিকৃত রোগীরা আগের চেয়ে বেশি সেবা পাবে।
এদিকে জেলা স্বাস্ব্য বিভাগ সূত্র জানায়, মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা অনুসারে, স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধে ইউনিসেফের অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্যোগ নেয়া হয়। গত বছর উদ্যোগ নেয়া হলেও কাজ এগিয়েছে ধীরগতিতে। হাসপাতালে ভর্তি করোনা রোগীদের অধিকাংশেরই অক্সিজেন প্রয়োজন হয়। কিন্তু লিকুইড অক্সিজেন প্লান্ট না থাকায় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে জটিলতা তৈরি হয়েছে।
জানা যায়, এতোদিন সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এতে ঝুঁকিতে ছিলেন করোনায় আক্রান্ত রোগীরা। দীর্ঘদিন পর হলেও চালু হচ্ছে অক্সিজেন প্লান্টের সার্ভিস। ফলে করোনা রোগীসহ অন্যান্য রোগীদের ভোগান্তি কমবে।
এই প্ল্যান্টে রয়েছে- ভ্যাকুয়াম পাইপ লাইন সিস্টেমসহ লিকুইড অক্সিজেন ট্যাংক, নাইট্রাস অক্সাইজ, মেডিকেল মেডিকেল ভ্যাকুয়াম।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com