বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
আবদুল বাতেন, জেলা প্রতিনিধি (মৌলভীবাজার) :
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বমানের পাচতারকা রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের পক্ষ থেকে করোনা ভাইরাস দুর্যোগে দুস্থদের সেবায় বিনামূল্যে ২৪ টন (২৪,০০০ কেজি) চাল বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ১৪ ও ১৬ই এপ্রিল ডিরেক্টর ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট জনাব ফারুক রহমান মৌলভীবাজার জেলার সন্মানিত জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নিকট ১২টন, শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নিকট ৪ টন, শ্রীমঙ্গল থানার অফিসার ইন চার্জ আব্দুস ছালেকের নিকট ৪টন ও কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নিকট ৪ টন চাল প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ বাংলাদেশের প্রথমসারির পাচ তারকা রিসোর্ট হিসেবে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও সুনাম অর্জন করেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।