মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধি:মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় শিশু একাডেমী কর্তৃক বাস্তবায়নাধীন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর সহযোগিতায় মোল্লাহাটে শিশু যত্ন কেন্দ্রের কেয়ার কিপারদের ৭ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান । অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরণ এনজিওর প্রকল্প ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান। অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক অছিকুর রহমান। প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উত্তরণের জেলা সমন্বয়কারী মোঃ হাসিবুর রহমান, উপজেলা সমন্বয়কারী সুমন সাহা, হিসাব রক্ষণ কর্মকর্তা প্রমুখ। জানাগেছে, মোল্লাহাটে সাতটি ইউনিয়নে ২০০ টি শিশু যত্ন কেন্দ্রে শূন্য থেকে পাঁচ বছরের নিচের শিশুদের যত্ন নেওয়া সহ খেলাধুলার ব্যবস্থা থাকবে এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com