বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ছোট ভাইকে কুপিয়ে ঘটনা স্হলে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া বড় ভাই এনামুল ইসলাম (৩২) হাসপাতালে ২৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন। ১৫ সেপ্টেম্বর বুধবার ২০২১ রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
উল্লেখ্য গত ২০ আগস্ট শুক্রবার ২০২১ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দরৌহা এলাকায় বাড়িভিটার জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে বড় ভাই এনামুল ইসলামের দায়ের কোপে ছোট ভাই জাকিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে বড়ভাই এনামুল ইসলামকে আহত অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। চিকিৎসার জন্য মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে পুলিশ হেফাজতে তাঁকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে জামালপুর থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৬ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল রাতে তিনি মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছোট ভাই জাকিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় নিহতের বাবা আব্দুল মান্নান বড় ছেলের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।