শুক্রবার ১৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে মেলান্দহ উপজেলার রৌমারী বিলে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। সে জামালপুর শহরের জিগাতলা এলাকার শাহজাহান সিরাজের ছোট ছেলে। তাদের গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলা দিঘলকান্দি এলাকায়। সে জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক সম্পন্ন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সৌহার্দ্য ও তার কয়েকজন বন্ধু ১৮ আগস্ট বিকেলে জামালপুর শহর থেকে মোটরসাইকেলে করে রৌমারী বিলে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা বিলে গোসল করতে নামে। এ সময় সৌহার্দ্য পানিতে ডুবে গেলে বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ১৮ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন নিখোঁজ সৌহার্দ্যকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে শনিবার ১৯ আগস্ট দুপুর ২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা ছানোয়ার হোসেন বলেন, গতকাল (১৮ আগস্ট) থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে কাজ করছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সর্বশেষ আজ শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে কয়েকজন গণমাধ্যমকর্মী ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পান। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সৌহার্দ্যের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com