নিজস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জ পদ্মা সেতুতে মুন্সীগঞ্জের মাওয়া অংশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে একটি বাসে হেল্পারসহ অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার(৯ ডিসেম্বর)বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নং পিয়ারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিল।বিকালে গোল্ডেন লাইন নামের একটি পরিবহন পদ্মা সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নং পিয়ারের এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও একজন যাত্রী আহত হয়েছেন।পরে তাদের শরীয়তপুরে নেয়া হয়।তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান,দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র্যাকারের মাধ্যমে থেকে সরিয়ে নেয়া হয়েছে।গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com