মোঃ রাজিব মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষে বৃক্ষরোপণ করা হয়।
আজ ১৯ জুলাই ২০২০ইং রোজ রবিবার সকাল ১০.৩০ মিনিটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী প্রতিটি উপজেলায় বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনাসার ও প্রাম প্রতিরক্ষা বাহিনী পটুয়খালীর জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) জনাব সৈয়দ ইফতেহার আলীর নির্দেশনায় ও উপজেলা আনাসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ সাজিদ এর সার্বিক তত্তাবধায়নে মির্জাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের চত্বরে গাছের চারা রোপন কার্যক্রমের শুভ সূচনা করেন এবং আনসার ও ভিডিপি ভাতাভুক্ত সদস্যদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ফলজ ও ভেষজ চারা বিতরণ করেন। এপর্যায়ে মির্জাগঞ্জে ছয়টি ইউনিয়নে শতাধিক গাছের চারা রোপ রোপন করা হয়। গাছের চারা রোপন কার্যক্রমের শুভ সূচনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেতা, দলনেত্রী ও কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com