রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
মামুন আলম,নোয়াখালী প্রতিনিধি:
মঙ্গলবার(১৬ই মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যে ৬.৩০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।১৯৪০ সালের ২৪শে মে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন মওদুদ আহমেদ।
বেশ কিছুদিন ধরে তিনি নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল।সর্বশেষ তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিডনি ও ফুসফুস রোগে চিকিৎসাধীন ছিলেন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন ২৪মে ১৯৪০ সালে। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে বৃটেনের লন্ডনস্থ লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার-এ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশুনা করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ব্লান্ড ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলনে।
১৯৭১ সালের নির্বাচনে মওদুদ আহমেদের অবদান অনস্বীকার্য। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির মাঠে লড়াই করেছেন তিনি। ১৯৭১-এ ইয়াহিয়া খান কর্তৃক আহুত গোলটেবিল বৈঠকে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন।
মওদুদ আহমেদ জিয়াউর রহমানকে বিএনপি প্রতিষ্ঠায় সাহায্য করেন। এই দলের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এরশাদের জাতীয় পার্টির সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।১৯৭৭-৭৯ সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা এবং ১৯৭৯সালে ও ১৯৮৬ সালে তিনি বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী ছিলেন।বিএনপি ও জাতীয় পার্টি’র হয়ে তিনি কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মমন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন। ২০০১ সালেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের আইনমন্ত্রী হন এবং পাঁচবার তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত হন।
নোয়াখালীর কৃতি সন্তান ও উপ মহাদেশের প্রখ্যাত আইনজীবী, সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ এর মৃতুতে নোয়াখালীর মানুষ ও বি এন পি’র মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।