শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
পবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলা মামলার অভিযোগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মাধবপুর উপজেলা শাখার সভাপতি ও বানেশ্বর উচ্চ বিদ্যালয় এবং তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিশ চন্দ্র দেব (৭২)) এবং উপজেলার চৌমুহনী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) ভোররাতে মাধবপুর থানাধীন মনতলা তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর মাহবুব চৌধুরী মনতলা এলাকায় অভিযান চালিয়ে ডাঃ হরিশ চন্দ্র দেবকে গ্রেফতার করেন। তিনি বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে।
অপর দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা চেঙ্গার বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মজিদকে গ্রেপ্তার করে। সে রসুল পুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, মারধোর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে নানাবিধ যড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সোমবার সকালে তাদের হবিগঞ্জ কোটে প্রেরণ করা হয়েছে
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।