পবিত্র দেব নাথ প্রতিনিধি:-
মাধবপুর উপজেলা আদাঐর ইউনিয়ন এর ০৬ নং ওয়ার্ড এর ঘিলাতলী গ্রামে হাজারী ফিসারী প্রজেক্ট রয়েছে । যা গত ০৬ বছর ধরে সুনামের সহিদ ফিসারীর ব্যবসায় করে আসছে মোহাম্মদ সুলেমান হাজারী। পুকুরটি ভিতরের জাগা ২৫২শতক। এই প্রকৃতিতে তিনি বিভিন্ন রকমের মাছ চাষ করেন।
শুক্রবার (১৬ মে ) দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে ঘিলাতলী গ্রামে মৎসচাষী মোহাম্মদ সুলেমান হাজারীর ০১টি পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
শনিবার (১৭ মে ) সকালে পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
ভুক্তভোগী মোহাম্মদ সুলেমান হাজারী বলেন, সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুর একটিতে আমি চাষ করা সিলভার কাপ, রুই, কাতলা, জাপানি রুই ও তেলেপিয়া বিভিন্ন প্রজাতির সব মাছ মারা যায়। প্রায় ১০-১১লাখ টাকা মূল্যের মাছ নিধন হয়। পুলিশকে বিষয়টি জানালে পুকুরের পাশ থেকে কিটনাশক উদ্ধার করে তারা।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
মাধবপুর থানার অফিস ইনচার্জ মোহাম্মদ আল- মামুন বলেন মামলার অভিযোগ পেলে আমার আইনের ব্যবস্থা নেব।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com