পবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধিঃ- মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
রবিবার(২৪সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যবর্তী স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম ও এসআই সুজন শ্যাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করে। এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলো হবিগঞ্জের বাহুবল উপজেলার হিমের গাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র রুপন মিয়া (৩৮), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার পুত্র ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার মৃত আমরু মিয়ার পুত্র আল আমিন (২৯), মো: লায়েক মিয়ার পুত্র মাহবুব মিয়া(৩২) ও মতি মিয়ার পুত্র তাবিদুল ইসলাম (২৮)।
এসময় পুলিশের উপস্থিতি টের ডাকাত দলের কয়েকজন সদস্য একটি পিক আপ ভ্যান নিয়ে পালিয়ে যায়।
এসআই তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান দৈনিক আমার হবিগঞ্জকে জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com