বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
পবিএ দেব নাথ মাধবপুর প্রতিনিধি:-
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলাসহ একাধিক অস্ত্র, চুরি, ডাকাতি ও অন্যান্য মামলার আসামী কুখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী কুখ্যাত ডাকাত মোঃ রজব আলীকে গ্রেফতার করে সক্ষম হন।
সে চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের
মৃত মন্নর আলীর ছেলে মোঃ রজব আলী(৫৬)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত রজব আলীর বিরুদ্ধে মাধবপুর থানাসহ অন্যান্য থানায় একটি খুন, তিনটি ডাকাতি, দুটি অস্ত্র, তিনটি চুরি ও পাঁচটি অন্যান্য মামলা রয়েছে। তিনি আরও বলেন,রজব আলীকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।