স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বনগাঁও গ্রামের মাওলানা কারি আব্দুল খালেক আল-আবেদী (র:) এর ৪থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উনার নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মাওলানা মিজানুর রহমান, মাওলানা রিপন আহমদ, মাস্টার মাহমুদুর রহমান, মাস্টার মোহাম্মদ কাজী আব্দুল মান্নান মুহসিন মান্না, মোহাম্মদ কনা মিয়া, মোহাম্মদ আবিদুল হক, আবু সুফিয়ান খান, মোহাম্মদ আলী বাবুল, হাফেজ আল-আমিন, হাফেজ আশিকুর রহমান তারিফ-সহ হুজুরের অনেক ভক্তবৃন্দ। অনুষ্ঠানে মাওলানা কারি আব্দুল খালেক আল-আবেদী (র:) এর স্মৃতিচারণ করেন মাওলানা মোহাম্মদ বেলায়েত উল্লাহ সাহেব, পরিচালনা করেন গাজীপুর রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এম. শহিদুল্লাহ সাহেব।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com