কাউছার হামিদ রুকন মানিকছড়ি উপজেলা প্রতিনিধি:
তরীকায়ে মাইজভান্ডারি, বৈশ্বিক রুপদানকারী, সৈয়দ মইনুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি কেবলা কা'বার শুভ আগমনে মানিকছড়ি উপজেলা আশেকানে মাইজভাণ্ডারী আনন্দ উল্লাসে বরন। ১৩ নভেম্বর বিকাল ৫ ঘটিকায় মানিকছড়ি প্রবেশ করেন। মানিকছড়ি উপজেলা মইনীয়া যুব ফোরাম এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক হোন্ডা বহরে প্রথমে বাটনাতলী শামসুল আলম ডাক্তারের বাড়িতে প্রবেশ করেন। সেখানে বায়াতি ও আশেকানদের সৌজন্য সাক্ষাৎ শেষে ডাইনছড়ি বাজার হয়ে বাঞ্চারাম পাড়া মইনীয়া খানকা শরীফে যান এবং সেখানো অসংখ্য নারী পুরুষ দলবেঁধে স্বাগতম জানান। এলাকার স্থানীয় নারী পুরুষ বায়াত গ্রহন করেন। পরে যথাক্রমে আরো তিনটি সর্ট প্রোগ্রাম করেন। আবদুল হাকিম আলী সর্দারের বাড়ি শেষে খলিফা মোতালেব মাস্টার এর বাড়ি যান। সেখান থেকে বিদায় হয়ে প্রায় ১০টার দিকে মাইজভান্ডার দরবার শরীফ এর উদ্দেশ্যে রওয়ানা হন। মানিকছড়ি উপজেলা মইনীয়া যুব ফোরাম এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করেন কাউছার হামিদ রুকন। আজ ১৩ নভেম্বর রাত ১০ টায় বিদায় প্রাক্কালে সবাই মহামুনি বাসস্ট্যান্ডে একত্রে শান্তি সু-শৃংখল ভাবে নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার নির্দেশ প্রদান করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com