মামুন আলম, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর মাইজদী শহরের হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসা ও ডাক্তারের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শিশুটির বাবা, নোয়াখালীর কবিরহাট উপজেলার সাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা দয়াল গাজী অভিযোগ করে বলেন, ‘আজ (সোমবার) সকাল ৮টায় তার স্ত্রীকে মেট্রো হসপিটালে ভর্তি করাই। এরপর বিকেল চারটায় নরমাল ডেলিভারিতে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। জন্ম নেয়ার পর থেকেই তার সন্তান একদমই সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই ডাক্তার তার সন্তানকে একটা ইঞ্জেকশন দিলে ৩০ সেকেন্ডের মধ্যেই শিশুটি র শরীর কালো হয়ে কাঁপুনি দিতে দিতে মারা যায়।’
সন্তান হারা দম্পতির অভিযোগ ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিশুটি স্বজনরা অভিযোগ করেন, ‘শিশুটি মারা যাওয়ার পর তারা সিভিল সার্জনকে অবহিত করলে হাসপাতালের মালিকপক্ষ ভাড়াটিয়া লোকজন দিয়ে স্বজনদের ওপর হামলা করে এবং তাদের পাসপাতাল থেকে বের করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।’
এ ব্যাপারে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ জানান, ‘তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com