এস,শামীম(ফুলপুর)ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহ জেলায় প্রথম ধাপে এক লাখ ৬২ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আশানরূপ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গত সাত দিনে ও করোনার টিকাদানের।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় প্রথম ধাপে এক লাখ ৬২ হাজার ডোজ টিকা প্রদান করা হবে। তবে টিকা গ্রহণের শুরুতে মানুষের মধ্যে কিছুটা সংশয় আর দ্বিধা ছিল। সব ভয়-ভীতি ধীরে ধীরে কমতে শুরু করেছে জন মনে।
যারা টিকা নিয়েছেন তারাও বাকিদের টিকা নিয়ে উদ্বুদ্ধ করছেন, তাতে টিকা গ্রহণকারীদের সংখ্যা কিছুটা বাড়ছে। এমন তথ্য জানিয়েছ সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম।
গতকাল বিভিন্ন উপজেলায় টিকা গ্রহণের করেছেন ৪ হাজার ১ শত ৫০ ডোজ।
তার মধ্যে গতকাল নান্দাইল ২৫০, মোট ১৪০৭ জন। গৌরীপুর ১১০, মোট ৮০০ জন। ঈশ্বরগঞ্জ ২৩০, মোট ১১৫০ জন। ফুলপুর ১০০, মোট ১১৬০ জন। তারাকান্দায় ৩০, মোট ৪৫০ জন। ধোবাউড়া ৮০, মোট ৪৮২ জন। হালুয়াঘাট ২১৮ মোট ১০৩৫ জন। ফুলবাড়ীয়া ১০০, মোট ৫৬৯ জন। ত্রিশাল ৪৯, মোট ৭৪১ জন। মুক্তাগাছা ৩২০, মোট ১৫৩০ জন। ভালুকা ৩০০, মোট ১৭০৭ জন। গফরগাঁও ১৫০, মোট ৮০৭ জন। ময়মনসিংহ সদর উপজেলায় ৮৮ জন, মোট ৪৮১ জন এবং সিটি কর্পোরেশন এলাকায় ২১২৫, মোট ১০৪৮১ জন। মোট রেজিষ্ট্রশন ৩৭২০০ জন।
১৩টি উপজেলার ১৬টি কেন্দ্রে ৫০টি বুথে টিকা প্রদান শুরু হয়েছিল।ময়মনসিংহ নগরীর মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে আরও দুটি বুথ বাড়ানো হয়েছে। মেডিকেল কলেজেও বাড়ানোর প্রস্তুতি চলছে।
টিকা নেবার সবচেয়ে বেশি হার রয়েছে ময়মনসিংহ নগরীতে। তারাকান্দা উপজেলায় সবচেয়ে কম টিকা গ্রহণ করেছে সাধারণ মানুষ।
এখন পর্যন্ত ১৩ উপজেলায় মোট টিকা নিয়েছে ২২ হাজার ৮০০ জন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com