বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
কংগ্রেস নিউজঃ
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে আজ এই অভিনন্দন জ্ঞাপন করা হয়।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় দল তৃণমূল কংগ্রেস এবারকার রাজ্যবিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করায় বাংলাদেশ কংগ্রেস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলা হয়, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা মমতার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও বিশ^াসের প্রতিফলন।
চিঠিতে বলা হয় বাংলাদেশের জনগণ মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি বাঙালির দীর্ঘ লালিত মূল্যবোধ ‘ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ’ ধারণ করেছেন এবং তাঁর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে।
চিঠিতে মমতা ব্যনার্জীকে ‘দিদি’ সম্বোধন করে বলা হয়, বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। ২০১৩ সালের ৪ মার্চ প্রতিষ্ঠিত এই দল বাংলাদেশের সাথে ভারতের রাষ্ট্রীয়, রাজনৈতিক, বানিজ্যিক, সামাজিক, সাংষ্কৃতিক তথা সার্বিক সম্পর্কোন্নয়নে তৃণমূল কংগ্রেসের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়। মমতার সম্মতি পেলে বাংলাদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে আগ্রহী বলে চিঠিতে জানানো হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।