শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
মনতলা শাহজালাল সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধনপবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধি :-শাহজালাল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বজনপ্রীতি ও বিতর্কিত আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতা কর্মিরা ও কলেজের ছাত্রছাত্রীরা ।
মঙ্গলবার(০২সেপ্টেম্বর) সকালে শাহজালাল সরকারী কলেজ ক্যাম্পাসে এই মিছিল অনুষ্ঠিত হয়।
কলেজ ক্যাম্পাস ভিতর থেকে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এতে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থীরা কলেজ ছাত্রদল নেতারা।
বক্তারা অভিযোগ করেন, ত্যাগীদের বাদ দিয়ে নতুন ও বিতর্কিতদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে, যাদের অনেকে অতীতে কোনো আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন না। বর্তমানে কমিটিতে নতুন যারা স্থান পেয়েছে তারা গত আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগের ছায়া ছায়াবদ্ধ ছিলো। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানান ছাত্র-ছাত্রীরা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।