ডেস্ক রিপোর্টঃ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের শপত গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিকাল ২টা ৩০ মিনিটে সংগঠনের কনফারেন্স রুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ এ.কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ। মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আমির হামজা, অর্থ-সম্পাদক আবু মুছা, সাংগঠনিক, বন্দর, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, নির্বাহী কমিটির সদস্য শাহানুর ইসলাম শাহিন,
সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. দেলোয়ার হোসেন, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, হ্যান্ডলিং শ্রমিক ইউনয়ন ১১৫৫ এর সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিতদের শপত বাক্য পাঠ করান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আশরাফুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন। এসময় সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য, ব্যবসায়ী ও ভোমরার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com