মোঃ রবি উদ্দিন শ্রীমঙ্গল প্রতিনিধি আজ রোজ রবিবার নভেম্বর ২৭, ২০২২ খ্রি.ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্সে এর সহযোগিতায় আজ রবিবার (২৭ নভেম্বর ২০২২) মৌলভীবাজার বড়লেখা হাজীগঞ্জ মার্কেট, হাজীগঞ্জ বাজার, মান্না ম্যানশনসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা, ওজনে কম দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্যাকেটজাত প্রসাধনীতে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাজীগঞ্জ মার্কেটে কাদের মিয়ার মুরগির দোকানকে ৩ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত আব্দুল আলিম ডিমের দোকানকে ২ হাজার টাকা, সালেহ আহমেদের মাছের দোকানকে ২ হাজার ৫ শত টাকা, মান্নান ম্যানশনে অবস্থিত দুলাল ফেন্সি ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com