পরিবর্তন ডেস্কঃ গণঅধিকার পরিষদের কার্যালয়ের তালা ভেঙে সব ডকুমেন্ট নেওয়ার পাশাপাশি সেখানে নতুন তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজে এ অভিযোগ করেছেন।
তিনি অভিযোগ করেন, কার্যালয়ে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। একইসঙ্গে দরজায় নতুন তালা দেওয়ার পাশাপাশি সেখানে একটি কলাপসিবল গেটও লাগিয়ে দেওয়া হয়েছে।
তার অভিযোগ, বাসার মালিক মিয়া মশিউজ্জামান এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
গণঅধিকার পরিষদের নুরপন্থি নেতা আবু হানিফ জানায়, ‘আমরা ধারণা করছি রাতের কোনো এক সময় দরজার তালা ভেঙে ভেতরে থাকা সব ডকুমেন্টস নিয়ে গেছে। দরজায় নতুন তালাও লাগানো হয়েছে। এ ছাড়া দরজার সামনে নতুন করে কলাপসিবল গেট লাগিয়ে সেখানেও তালা লাগানো হয়েছে।’
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com